খুলনা বিভাগ

যশোর জেলা বিএনপির সম্মেলন আজ

| February 22, 2025

যশোর জেলা বিএনপির সম্মেলন ঘিরে জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে স্কাইপিতে সংযুক্ত থেকে বক্তৃতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু জানান, কাউন্সিল উপলক্ষে সিনিয়র আইনজীবী ইসহাককে আহবায়ক করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

ইসহাক জানান, সভাপতি, সাধারণ সম্পাদকসহ সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে আটজন প্রার্থী হয়েছেন। তবে সাধারণ সম্পাদক পদে কেবল দেলোয়ার হোসেন খোকন প্রার্থী হওয়ায় তিনি নির্বাচিত হচ্ছেন। সভাপতি পদে বর্তমান সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম ও যশোর চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্বাআলো/এস

Shadhin Alo