বিএনপি সকাল সন্ধ্যা হরতালে রবিবার (২৯ অক্টোবর) বাগেরহাটে মাঠে ছিলো না বিএনপির নেতাকর্মীরা। রাজপথে ছিলো পুলিশ ও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠন।
অন্যান্য দিনের মতো রবিবারও যানবাহন চলাচল স্বাভাবিক ছিলো। দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক বীমা খোলা ছিলো।
এ দিকে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃত্বে রবিবার দুপুরে শহরে এক শান্তি মিছিল বের করে।
হরতাল ডেকে বিএনপি-জামায়াতের তাণ্ডব, একের পর এক বাসে আগুন
মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ অফিস কার্য্যলয় চত্বরে এক পথসভা করে।
এখানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ভুইয়া হেমায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, যুগ্ম সম্পাদক সরদার ফখরুল আলম সাহেব, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এমএ মতিন ও কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান মোহিতুল ইসলাম পল্টন প্রমুখ।
হরতালের নামে যানচলাচল ব্যাহত করলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি পুলিশের
এর আগে যুবলীগ সভাপতির নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে জেলা শহরের পুরাতন বাজার, দশানী ট্রাফিক মোড়, খানজাহান মাজার এলাকা, সিএন্ডবি বাজার ও চুলকাঠি এলাকায় হরতালের বিপক্ষে মহড়া দেয়।
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পরিদর্শক সৈয়দ বাবুল আক্তার বলেন, হরতাল প্রতিরোধে পুলিশ রবিবার ভোর থেকেই বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। এ ছাড়া পুলিশ টহল জোরদার করা হয়। কোথাও কোনো অপ্রীতিকর কিছু হয়নি। লোকাল যানবাহন নিয়মিত ছিলো।
স্বাআলো/এস