বিএনপি-জামায়াতের তিনদিনের অবরোধ কর্মসূচির ডাকে সাড়া দেয়নি নেতাকর্মীরা। কুষ্টিয়ায় অবরোধে বিএনপির কোনো নেতাকর্মী মাঠে নেই।
মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।
জেলায় সকাল থেকে ঢাকা- খুলনাসহ দূর পাল্লার সকল যাত্রীবাহী পরিবহন বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটে চলাচল করা যাত্রীবাহী পরিবহনও।
হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। অধিক ভাড়া দিয়ে সিএনজি বা ছোটখাটো পরিবহনে উপজেলা শহরগুলোতে যাতায়াত করতে দেখা গেছে তাদের।
এদিকে অবরোধ সফল করতে বিএনপির কোনো নেতাকর্মীকে মাঠে দেখা যায়নি।
অন্যদিকে অবরোধে যেকোনো ধরনের নাশকতা এড়াতে শহরে পুলিশ মোতায়েনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা লক্ষ্য করা গেছে।
স্বাআলো/এস