আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সাপকে বিশ্বাস করা গেলেও বিএনপি-জামায়াতকে বিশ্বাস করা যায় না।
শনিবার (২৮ অক্টোবর) বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ কথা বলেন।
জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল সাহেব, আপনি কথা রাখলেন না। বলেছিলেন শান্তিপূর্ণ কর্মসূচি। কিন্তু আক্রান্ত করলেন পুলিশের ওপর। আগুন দিয়েছেন। সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন। এই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।
তিনি বলেন, যারা রক্তচক্ষু দেখিয়েছিলেন, যারা বলেছিলেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে দেবেন তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে পারে নাই, আর কোনো দিন নামাতে পারবেও না।
বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের তাণ্ডবের কথা উল্লেখ করে এ আওয়ামী লীগ নেতা বলেন, আজ ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছে, রাজারবাগ পুলিশ লাইনে আগুন দিয়েছে, প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাবেশ শেষ করে আপনারা সবাই বাড়ি ফিরে যাবেন। যাওয়ার সময় স্লোগান দেবেন: সন্ত্রাসীদের হরতাল মানি না মানবো না।
স্বাআলো/এসএস