খুলনা বিভাগ

মেহেরপুরে নাশকতা মামলায় বিএনপি নেতা আটক

| July 26, 2024

জেলা প্রতিনিধি, মেহেরপুর: জেলার গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুকে (৫৮) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুলাই) গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আসাদুজ্জামান বাবলু গাংনী শহরের চৌগাছার বাসিন্দা। তিনি সাহারবাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, কয়েক মাস আগে নাশকতার একটি মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হচ্ছে।

স্বাআলো/এস

Debu Mallick