রাজনীতি

সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকা অফিস ঢাকা অফিস | August 17, 2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি প্রতিনিধি দল।

রবিবার (১৭ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে, সিইসি জানিয়েছেন যে, ভোটের প্রায় দুই মাস আগে ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও সময়সূচি সম্পর্কে জানতেই বিএনপির এই বৈঠক।

বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নজরুল ইসলাম খান বলেন, “আমরা সিইসির কাছে সময় চেয়েছিলাম, তিনি সময় দিয়েছেন।” তিনি জানান, তারা নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে জানতেই এসেছেন।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক একটি নিয়মিত প্রক্রিয়া। এর আগেও বিভিন্ন নির্বাচনের আগে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেছে। এসব বৈঠকে সাধারণত একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও দলগুলোর বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়ে থাকে। এই বৈঠকটিও নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির চলমান আলোচনার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo