মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ‘উপদেষ্টা’ পরিচয়ে বিএনপির সংবাদ সম্মেলনে বক্তব্য দেয়া মিয়ান আরাফিকে দলটির নেতারাই শিখিয়ে এনেছিলো বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৯ অক্টোবর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ ছাড়ছিলেন বাইডেনের সেই ‘উপদেষ্টা’, বিমানবন্দর থেকে ধরা
হারুন বলেন, বিমানবন্দর থেকে যাকে গ্রেফতার করা হয়েছে তাকে বিএনপি নেতারা শিখিয়ে নিয়ে এসেছিলেন। তিনি সব কথা স্বীকার করেছেন। তিনি একজন প্রবাসী।
‘বাইডেনের উপদেষ্টা পরিচয় দেয়া সেই ব্যক্তি ইসরায়েলের এজেন্ট
মিয়ান আরাফির বরাত দিয়ে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের উৎসাহিত করতেই আরাফিকে দিয়ে মিথ্যা নাটক সাজানো হয়। যে কথাগুলো তাকে বলতে বলা হয়েছিলো, বিমানবন্দরে সেগুলোই তিনি বলেছেন। আসলে এসব কথা তাকে দিয়ে বলানো হয়েছে।
স্বাআলো/এসএস