মানববন্ধনে বক্তারা বলেন, শনিবার (২৮ অক্টোবর) কর্মসূচি ও সমাবেশের নামে যে সহিংসতা করেছে আমরা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তার প্রতিবাদ জানাই। তারা সমাবেশের নামে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, দায়িত্বরত পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।
বিএনপির মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ, তিন পুলিশ সদস্য আহত
বক্তারা বলেন, বিএনপি ধরে নিয়েছে আমেরিকা ও ইউরোপীয় শক্তি তাদেরকে ক্ষমতায় আনবে। পিটার হাসের বক্তব্যই প্রমাণ করে বিএনপি পরিকল্পিতভাবে ২৮ অক্টোবর সন্ত্রাস-নৈরাজ্য চালিয়েছে। বিএনপির জন্মই হয়েছে সন্ত্রাসের মাধ্যমে।
ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল বলেন, যারা জাতীয় নির্বাচন ঠেকাতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি-জামায়াত নির্বাচনকে ব্যাহত করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের উপলব্ধি করতে হবে যে, অগণতান্ত্রিকভাবে বিদেশি প্রভুর মাধ্যমে ক্ষমতায় এসে তারা লাভবান হতে পারবে না।
ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, গণিত বিভাগের ডিন অধ্যাপক মোহাম্মদ সামাদ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রাব্বানী প্রমুখ।
স্বাআলো/এস