বিএনপির জন্মই হয়েছে সন্ত্রাসের মাধ্যমে: ঢাবি শিক্ষক সমিতি

বিএনপি সমাবেশের নামে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি। এ সময় শিক্ষক নেতারা বিএনপিকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে আসার আহবান জানান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শনিবার (২৮ অক্টোবর) কর্মসূচি ও সমাবেশের নামে যে সহিংসতা করেছে আমরা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ তার প্রতিবাদ জানাই। তারা সমাবেশের নামে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, দায়িত্বরত পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে।

বিএনপির মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপ, তিন পুলিশ সদস্য আহত

বক্তারা বলেন, বিএনপি ধরে নিয়েছে আমেরিকা ও ইউরোপীয় শক্তি তাদেরকে ক্ষমতায় আনবে। পিটার হাসের বক্তব্যই প্রমাণ করে বিএনপি পরিকল্পিতভাবে ২৮ অক্টোবর সন্ত্রাস-নৈরাজ্য চালিয়েছে। বিএনপির জন্মই হয়েছে সন্ত্রাসের মাধ্যমে।

ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এস এম মাকসুদ কামাল বলেন, যারা জাতীয় নির্বাচন ঠেকাতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি-জামায়াত নির্বাচনকে ব্যাহত করে অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসতে চায়। কিন্তু তাদের উপলব্ধি করতে হবে যে, অগণতান্ত্রিকভাবে বিদেশি প্রভুর মাধ্যমে ক্ষমতায় এসে তারা লাভবান হতে পারবে না।

ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদ, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, গণিত বিভাগের ডিন অধ্যাপক মোহাম্মদ সামাদ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর গোলাম রাব্বানী প্রমুখ।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার, আটক ৫

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরে ডাকাতির পর অপহৃত বিশিষ্ট ব্যবসায়ী...

চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীর মিত্র

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা প্রবীর মিত্র ওরফে হাসান ইমামের...

চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস, যুবদল নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: চাঁদাবাজির অডিও ক্লিপ ফাঁস হওয়ায় নোয়াখালীর...

এনআইডি সেবা নিশ্চিতে কর্মকর্তাদের যে নির্দেশনা দিলো কমিশন

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবার...