যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সদস্য মনোনীত হলেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যাপক ড. সেলিম মাহমুদ।
রবিবার (২৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত আদেশ জারি করে।
আদেশে জানানো হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৮ (১) (ঘ) ও ১৮ (৪) ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে সংসদ নেতার মাধ্যমে দুই সংসদ সদস্যকে তিন বছরের জন্য মনোনয়ন দেয়া হলো।
স্বাআলো/এস