জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলাতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় নৌকা বাইচ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) জেলা শহর ঘেষা উত্তর পার্শ্বে লাউকাঠী নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জনপ্রিয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান এমপি।
জেলা প্রশাসন আয়োজিত নদীর লাউকাঠী খেয়াঘাট হতে ব্রীজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এবং ব্রীজ হতে লাউকাঠি খেয়াঘাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মাগুরার সোনার তরী, দ্বিতীয় হয়েছে একই এলাকার মায়ের দোয়া এবং তৃতীয় হয়েছে গোপালগঞ্জের শিতলা তরী।
সন্ধ্যায় ডিসি লঞ্চঘাটে জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের সাংসদ জাতীয় পার্টির কো-চেয়ারম্যন এবিএম রুহুল আমিন হাওলাদার, পুলিশ সুপার (এসপি) সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান ও পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ প্রমুখ।
নদীর দুই পাড়ে হাজার হাজার নারী পুরুষ গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।
স্বাআলো/এস