রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়ার মোতালেব চত্বরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান (বন্ধন এন্টারপ্রাইজ) থেকে এক কিশোরীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও ঐ প্রতিষ্ঠানের কেয়ারটেকারকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম।
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকে ৬টার মধ্যে যেকোনো সময়ে তাদের দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের নাম রাহিম (২৫)। তিনি ঐ প্রতিষ্ঠানের কর্মচারী। আর কিশোরীর (১৪) পরিচয় জানা যায়নি। অচেতন অবস্থায় উদ্ধার করে আরেকজনকে ঢামেকে পাঠানো হয়েছে। সে ঐ প্রতিষ্ঠানের কেয়ারটেকার।
ওসি বলেন, ঐ কক্ষে তারা অ্যালকোহল পান করেছিলেন। সেই আলামত পাওয়া গেছে। আমরা তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছি। কিশোরীর পরিচয় পাওয়া যায়নি।
মদ্যপান ছাড়া আর কিছু ঘটেছিলো কি না, তাদের মৃত্যুর কারণ কী তা ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও জানান তিনি।
স্বাআলো/এসএ