নড়াইলে ডোবা থেকে আরাফ নামে দুই মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজের ১২ ঘণ্টা পর সোমবার (২৭ নভেম্বর) সকালে সদর উপজেলায় লস্করপুর গ্রামে ওই শিশুর বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশু আরাফ ওই গ্রামের মিলনের ছেলে।
নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জামিল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় সদর উপজেলার লস্কারপুর গ্রামের মিলনের ছেলে দুই মাসের শিশু আরাফ নিখোঁজ হয়। পরে ৯৯৯-এ ফোন পেয়ে সদর থানা পুলিশ ও স্থানীয়রা গভীর রাত পর্যন্ত খোঁজাখুজি করলেও তার সন্ধান মেলেনি। পরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে একটি ডোবায় ওই শিশুটিকে ভাসতে দেখে স্থানীয়রা। পরে শিশুটির মা সুমি বেগম এসে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরিদর্শক (অপারেশন) জামিল কবীর বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বিস্তারিত জানা যাবে।
স্বাআলো/এসএ