Uncategorized

বিল থেকে পাওয়া গেলো অজ্ঞাত নারীর লাশ

| April 2, 2024

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চান্দগাঁও থানার কোদাল কাটা বিলে অজ্ঞাত নারীর গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) চান্দগাঁও থানা পুলিশ ওই মরদেহ উদ্ধার করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, মঙ্গলবার কোদাল কাটা বিল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ১০-১৫ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। হত্যা করে কোদাল কাটা বিলে মাটিচাপা দিয়ে রাখা হয়। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick