ঝিনাইদহ শহরে টায়ারের দোকানের বয়লার বিস্ফোরণে সাব্বির হোসেন নামের এক মিস্ত্রি নিহত হয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) হামদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয়রা জানান, স্থানীয় শহরের হামদহ এলাকায় রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিলো সাব্বির নামের এক মিস্ত্রি। হঠাৎ করেই টায়ার হিট দেয়া বয়লার মেশিনের বিস্ফোরণ ঘটে। এতে দোকানের ভেতরে থাকা মিস্ত্রি সাব্বির আহত হন।
পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
স্বাআলো/এস