নিজস্ব প্রতিবেদক
যশোরের কৃষ্ণবাটি গ্রামে মোহাম্মদ আলী বক্স (২২) নামে এক যুবক দুর্বৃত্তদের নৃশংস হামলার শিকার হয়েছেন।
শনিবার (৩ মে) রাতে বোমা হামলা ও ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়। হামলায় তার একটি হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও তার অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে কৃষ্ণবাটি গ্রামের মোহাম্মদ আলী বক্সকে একই এলাকার হাফিজসহ ৪-৫ জন পরিকল্পিতভাবে জামিয়ানা মাদিয়ানা মাদরাসার সামনে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা মাহিম, হাফিজুর ও মিজান প্রথমে তার ওপর বোমা নিক্ষেপ করে। বোমাটি মোহাম্মদ আলীর হাতে লেগে বিস্ফোরিত হলে তার বাঁ হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর দুর্বৃত্তরা তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং পায়ের রগ কেটে গুরুতর জখম করে।
যশোরে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পথচারীরা মোহাম্মদ আলীকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন।
এই নৃশংস হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে মোহাম্মদ আলী বক্সের ওপর এই হামলা চালানো হয়েছে। হামলায় অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্বাআলো/এস