পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ সীমান্ত নিয়েও চিন্তিত ভারত, নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি এবং বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগের পটভূমিতে নিজেদের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়াতে চলেছে ভারত সরকার। এই পরিকল্পনার অংশ হিসেবে ১৬টি নতুন ব্যাটালিয়ন গঠন এবং দুইটি কৌশলগত ‘ফরোয়ার্ড হেডকোয়ার্টার’ বা ফিল্ড কমান্ড ঘাঁটি স্থাপন করা হবে।

সোমবার (৫ মে) একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (পিটিআই)।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিটি নতুন ব্যাটালিয়নে এক হাজারের বেশি সদস্য থাকবেন, যার ফলে বিএসএফে মোট প্রায় ১৭ হাজার নতুন সেনা যুক্ত হবেন। বর্তমানে বাহিনীটিতে ১৯৩টি ব্যাটালিয়ন রয়েছে; নতুন ইউনিটগুলো যুক্ত হলে এই সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে। পরিকল্পনাটি ইতিমধ্যে নীতিগত অনুমোদন লাভ করেছে এবং বর্তমানে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়সহ চূড়ান্ত প্রশাসনিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন পাওয়ার পর আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ধাপে ধাপে এই ইউনিটগুলো গঠন করা হবে বলে জানা গেছে।

কাশ্মীর হামলা ঘিরে উত্তেজনা, বাংলাদেশ সীমান্তেও কড়া নজরদারি ভারতের

পাশাপাশি, দুটি নতুন ফরোয়ার্ড হেডকোয়ার্টার স্থাপন করা হবে। এর মধ্যে একটি জম্মুতে স্থাপন করা হবে, যা ভারত-পাকিস্তান সীমান্তের, বিশেষ করে জম্মু ও পাঞ্জাব অঞ্চলের নিরাপত্তা তদারকি করবে। অন্যটি মিজোরামে স্থাপন করা হবে, যার লক্ষ্য হবে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা। এই হেডকোয়ার্টারগুলো সংশ্লিষ্ট অঞ্চলে বাহিনীর কৌশল নির্ধারণ, সমন্বয় সাধন এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণে সহায়তা করবে।

বিশ্লেষকরা মনে করছেন, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি এবং বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণেই ভারত সরকার বিএসএফের সক্ষমতা বৃদ্ধির এই পদক্ষেপ নিচ্ছে। পেহেলগামের ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েনসহ মহড়া চলছে। এমন পরিস্থিতিতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেকোনো হুমকি মোকাবিলায় তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন বলেও জানা গেছে।

ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ করলো ভারত, যুদ্ধের হুঁশিয়ারি

বর্তমানে বিএসএফের প্রায় দুই লাখ ৭০ হাজার সদস্য রয়েছে, যারা ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষা করে। এর মধ্যে প্রায় এক হাজার ৪৭ কিলোমিটার সীমান্ত এলাকা নদীবাহিত ও দুর্গম হওয়ার কারণে এখনো সুরক্ষাবেষ্টনীবিহীন। এই বিশাল সীমান্ত এলাকায় এক হাজার ৭৬০টি বিএসএফ চৌকি রয়েছে।

বিএসএফ কর্তৃপক্ষ শিগগিরই নতুন পুরুষ ও নারী সদস্য নিয়োগের প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নিচ্ছে। নিয়োগ সম্পন্ন হওয়ার পর প্রশিক্ষণের মাধ্যমে নতুন ইউনিটগুলোকে করা হবে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ভারতের সীমান্তে পরিবর্তিত ভূ-রাজনৈতিক বাস্তবতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় বিএসএফের সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে আরো শক্তিশালী করবে।

স্বাআলো/এস