যশোর

যশোরে ৩৬ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

| November 9, 2023

যশোরে ৩৬ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৮ নভেম্বর) বিকেলে শহরের পূর্ববারান্দীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

এই ব্যাপারে তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করেছে র‌্যাব।

আটককৃতরা হলো, খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামের কৌশিক কর্মকার ও নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়েরবর গ্রামের সজিব সোম।

কৌশিক কর্মকার যশোর শহরের বারান্দী মোল্যাপাড়ার মুনতাসির কবীরের বাড়িতে এবং সজিব সোম শংকরপুরের বনানী সড়কের পূর্বাংশ নামক বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

র‌্যাব ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে শহরের বারান্দী মোল্যাপাড়া এলাকায় র‌্যাবের একটি টিম মাদক বিরোধী অভিযানে যায়। ওই এলাকার মুনতাসির কবীরের বাড়িতে অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশি মদ উদ্ধারসহ ওই দুইজনকে আটক করা হয়।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply