অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে শনিবার (১১ নভেম্বর) আলাদা ম্যাচে মাঠে নামছে ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা। এদিন সন্ধ্যা ৬টায় সেলেসাও প্রতিপক্ষ ইরান। আর আকাশি-নীল শিবির খেলবে সেনেগালের বিপক্ষে।
বয়সভিত্তিক এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষই পাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল। অন্যদিকে সেলেসাওদের দুশ্চিন্তার কারণ হতে পারে ভেরন এবং লিংকনের ইনজুরি।
আবারো মুখোমুখি হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা!
অন্যদিকে সিনিয়র ফুটবলে অনেক সাফল্য থাকলেও অনূর্ধ্ব-১৭ তে একরাশ হতাশা আছে আর্জেন্টিনার। এই আসরের শিরোপা তো দূরের কথা, কখনো ফাইনালেই পা রাখা হয়নি তাদের। ‘ডি’ গ্রুপে তাদের প্রতিপক্ষও বেশ শক্তিশালী। বয়সভিত্তিক ফুটবলের অন্যতম শক্তিশালী দল সেনেগালের বিপক্ষে খেলবে লে আলবিসেলেস্তেরা।
এবার ‘ডি’ গ্রুপে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ জাপান, পোল্যান্ড এবং সেনেগাল। অন্যদিকে চ্যাম্পিয়ন ব্রাজিল পেয়েছে সহজ সব প্রতিপক্ষ। ‘সি’ গ্রুপে তারা খেলবে ইংল্যান্ড, ইরান এবং নিউ ক্যালিডোনিয়ার বিপক্ষে।
স্বাআলো/এস