ভোরেই মাঠে নামবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: আমেরিকার ফুটবলের সবচেয়ে বড় মহারণ কোপা আমেরিকা। গত আসরে আর্জেন্টিনার কাছে ফাইনালে ১-০ গোলে হেরে শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হয় হলুদ জার্সিধারীদের। গত আসরের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবারের আসরের জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখে ব্রাজিল।

এবারের আসরে ‘ডি’ গ্রুপে খেলবে ব্রাজিল। এই গ্রুপের প্রথম ও নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইনজুরির কারণে খেলা হচ্ছে না ব্রাজিলের সবচেয়ে বড় সুপারস্টার নেইমার জুনিয়রের। যার কারণে এবারের আসরে বাড়তি প্রত্যাশা থাকবে ক্লাব ফুটবলে দুর্দান্ত থেকে মৌসুম শেষ করা তরুণ স্ট্রাইকার ভিনিসিয়াস জুনিয়রের।

২০২৪ ব্যালন ডিঅর জয়ের দৌড়ে সবার ওপরে আছেন ২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেই সঙ্গে বর্তমানে দুর্দান্ত ফরমে আছেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো। এই দুই তরুণ স্ট্রাইকার যেকোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। অন্যদিকে ব্রাজিল ও কোস্টারিকা এই দুই দলের অতীতের পরিসংখ্যানও কথা বলছে সেলেসাওয়েদের পক্ষেই।

এখনো পর্যন্ত ফুটবলের সব আসর মিলিয়ে মোট ১০টি ম্যাচে মুখোমুখি হয় ব্রাজিল ও কোস্টারিকা। সেই সব দেখায় মাত্র একটি ম্যাচে ব্রাজিলকে হারাতে সক্ষম হয় কোস্টারিকা। তাও সেটা ৬৪ বছর আগে। ১৯৬০ সালে প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপের ম্যাচে ৩-০ গোলে ব্রাজিলকে হারায় কোস্টারিকা। এরপর আর পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে মোট আটটি ম্যাচ খেলেও একটিতেও জয়ের স্বাদ পাননি লস টিকোসরা।

এছাড়াও কোপা আমেরিকায় সবশেষ ২০০৪ সালে মুখোমুখি হয় এই দুই দল। সেই ম্যাচে কোস্টারিকাকে ৪-১ গোলে হারিয়ে জয় তুলে নেয় ব্রাজিল। অন্যদিকে সবশেষ ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে দেখা হয় এই দুই দলের। ঐ ম্যাচে কোস্টারিকাকে ২-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে ১৯৬০ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের এই টুর্নামেন্ট। এই নিয়ে এখনো পর্যন্ত মোট ৯ বার কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরেছে ব্রাজিলিয়ানরা।

এর আগে সবশেষ ২০১৯ সালে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিলো সেলেসাওরা। সেই আসরের ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের নবম শিরোপার স্বাদ পেয়েছিলো ব্রাজিল, যা ছিলো পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের সবশেষ আন্তর্জাতিক শিরোপা।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...

পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস আলম

এখনো পুলিশের অনেক সদস্য দেদারছে ঘুষ গ্রহণ করছেন বলে...

৪৭তম বিসিএসের আবেদন শুরু আজ

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ...