গত কয়েক দিন ধরে গুঞ্জন উঠেছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও ব্যবসায়ী রাজ কুন্দ্রার সংসার ভেঙে গেছে।
সব জল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বিচ্ছেদের বিষয়ে মুখ খুললেন রাজ কুন্দ্রা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বিচ্ছেদের বিষয়টি পরিষ্কার করেন।
ভিডিওতে দেখা যায়, বিভিন্ন সময়ে বিভিন্ন মুখোশ পরিহিত রাজের ভিডিও। সবশেষ এসব মুখোশ খুলে এক জায়গায় রাখা হয়েছে।
অন্যদের নগ্ন করেই রোজগার, শিল্পার স্বামীকে পর্ন কিং বললেন উরফি
বিচ্ছেদের বিষয়টি ব্যাখ্যা করে লিখেছেন, বিদায় মুখোশ। এখন আলাদা হওয়ার সময়! গত দুই বছরে আমাকে সুরক্ষিত রাখার জন্য তোমাকে ধন্যবাদ। আমার পরবর্তী যাত্রা ‘ইউটি৬৯’। রাজের বিচ্ছেদ মূলত মুখোশের সঙ্গে, শিল্পা শেঠির সঙ্গে নয়।
২০২১ সালে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হন রাজ কুন্দ্রা। পরবর্তীতে জামিনে মুক্তি পান। এরপর থেকে মুখোশ পরে বাইরে ঘুরে বেড়ান তিনি।
স্বাআলো/এস