খুলনায় বিয়ের আসর থেকে বর চলে যাওয়ায় কনের আত্মহত্যা

খুলনার পাইকগাছায় বিয়েতে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে বিয়ে না করেই বর চলে যাওয়ায় কনে আত্মহত্যা করেছে।

সোমবার উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের তুলি মণ্ডলের (১৮) সঙ্গে সুদীপ্ত মণ্ডলের (২৫) বিয়ের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানায়, গোধূলিলগ্নে বিয়ের কাজ সম্পন্ন হওয়ার কথা। কিন্তু বরপক্ষের লোকেরা রাত ৯টার দিকে আসায় গোধূলিলগ্ন পার হয়ে যাওয়ায় বিয়ে হয়নি। পরে রাত ১২টা বা ৩টার লগ্নে বিয়ের কাজ সম্পন্ন করতে চেয়েছিলো মেয়েপক্ষ। ছেলেপক্ষ তাতে রাজী না হয় রাত ১০-১১টার মধ্যে বিয়ের কাজ শেষ করতে বলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ সময় ছেলে পক্ষের লোকেরা ক্ষুব্ধ হয়ে চলে যায়। পরবর্তীতে ছেলে পক্ষ বিয়ের জন্য মেয়ে পক্ষের সঙ্গে যোগাযোগ করে। মেয়ে পক্ষ তাতে রাজি না হওয়ায় কনে তুলি ক্ষুব্ধ হয়ে চারদিন পর শুক্রবার (১ ডিসেম্বর) নিজ ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকেরা তাকে নামিয়ে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লঅশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...