জাতীয়

এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বাড়লো ১৫ টাকা

| October 5, 2023

এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে ১৫ টাকা বেড়েছে। তবে কমেছে কাঁচা মরিচের দাম। কেজি প্রতি ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা কেজি। সপ্তাহখানেক আগেও ব্রয়লারের কেজি ছিলো ১৭৫ থেকে ১৮৫ টাকা।

এ দর কার্যকরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিদিন বাজারে অভিযান চালালেও এখনো পর্যন্ত কোথাও কার্যকর হয়নি। বরং দুই-একটি পণ্যের দাম আরো বেড়েছে।

টিসিবির তথ্যমতে, কোরবানির ঈদের পর মসলাজাতীয় পণ্যটির কেজি হাজার টাকা ছাড়ালেও ধীরে ধীরে কমে আসে। তিন-চার দিন আগে হঠাৎ আবার ৩০০ টাকার কাছাকাছি হয়। তবে দাম কমে বিক্রি হয় ১৮০ থেকে ২০০ টাকায়।

বাজারে চাল ও ডালের দামে তেমন পরিবর্তন দেখা যায়নি। আগে থেকেই বেড়ে যাওয়া দামে স্থির রয়েছে। সবজির বাজারেও খুব বেশি পরিবর্তন নেই। বেশির ভাগ সবজি কেনা যাচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। তবে টমেটোতে কেজি প্রতি ৮০ থেকে ৯০ এবং গাঁজরে গুনতে হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply