ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই খুন হয়েছেন।
সোমবার (২৮ জুলাই) উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জামাল হোসেন (২৬)। তিনি ওই গ্রামের মাজারুল ইসলাম ওরফে মোজাম্মেল হোসেনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই উজ্জল হোসেন (৩২) পলাতক রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার সকালে বড় ভাই উজ্জল একটি ছুরি দিয়ে পেয়ারা কেটে খাচ্ছিলেন। এ সময় তার ছোট ভাই জামাল ভাত খেতে বসলে উজ্জল ক্ষিপ্ত হয়ে বলেন, “তুই কোনো কাজ করিস না, শুধু বসে বসে খাস।” এই কথা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। বিতণ্ডার এক পর্যায়ে উত্তেজিত উজ্জল তার হাতে থাকা পেয়ারা কাটার ছুরি দিয়েই ছোট ভাই জামালের বুকে ও পেটে উপর্যুপরি আঘাত করেন। এতে জামাল ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়।
খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি, ভাত খাওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে বড় ভাই উজ্জল তার ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরো জানান, অভিযুক্ত পলাতক উজ্জল হোসেনকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
স্বাআলো/এস