খুলনা বিভাগ

খুলনায় ভাইয়ের হাতে ভাই খুন

| May 14, 2024

খুলনা ব্যুরো: খুলনার রূপসায় বামনডাঙ্গা গ্রামে নির্বাচনকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (১৪মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রসুল মিনা (৪২) ইকতিয়ার মিনার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ সমাধানের জন্য বসলে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। হঠাৎ রসুলের মাথায় আঘাত করে। এতে রসুল মিনা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, নিহত রসুল মিনার ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে।

স্বাআলো/এস

Debu Mallick