আন্তর্জাতিক ডেস্ক
ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই শনিবার (৩ মে) রাজস্থান সীমান্ত থেকে পাকিস্তান সেনাবাহিনীর রেঞ্জার্স শাখার এক সদস্যকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘনের অভিযোগে ওই পাকিস্তানি সেনাসদস্যকে আটক করা হয়।
তবে আটককৃত রেঞ্জার্স সদস্যের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তাকে বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক করলো ভারত
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন মাত্র কিছুদিন আগেই, গত ২৩ এপ্রিল, পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর হাতে আটক হয়েছিলেন বিএসএফের ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল পূর্ণম। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, পূর্ণম ভুলবশত সীমান্ত অতিক্রম করে পাকিস্তানের দিকে একটি গাছের নিচে বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্সের হাতে ধরা পড়েন।
পর্যবেক্ষকদের ধারণা, কনস্টেবল পূর্ণমের আটকের ঘটনার পাল্টা পদক্ষেপ হিসেবেই বিএসএফ শনিবার এই পাকিস্তানি রেঞ্জার্স সদস্যকে আটক করে থাকতে পারে।
এনডিটিভির প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, রাজস্থানে রেঞ্জার্স সদস্য আটকের ঘটনার পর পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর ছোট অস্ত্র থেকে উস্কানিমূলক গুলি ছোড়া হয়েছে। এই নিয়ে টানা দশ দিন ধরে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে সীমান্ত বরাবর গুলি বিনিময়ের ঘটনা ঘটলো।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। এই ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে, উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে এবং শক্তি প্রদর্শনের জন্য ক্ষেপণাস্ত্র পরীক্ষাও চালিয়েছে। শনিবারের এই আটকের ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্বাআলো/এস