জরুরি সভা ডেকেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আগামী শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি ‘জরুরি সভা’ অনুষ্ঠিত হবে।
সভায় বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকল সদস্যকে উপস্থিত হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
স্বাআলো/এসএ