চট্টগ্রামে ৩০০ পিস ইয়াবাসহ বুলবুলি আক্তার প্রকাশ ওরফে বুবলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) নগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়ে এক নারী মাদক বিক্রির উদ্দেশ্যে অপেক্ষা করার গোপন তথ্যে অভিযানে যায় পুলিশ। পরে তার ভ্যানিটি ব্যাগ তল্লাশি করলে ৩০০ পিস ইয়াবা পাওয়া যায়।
বুবলী সুন্দরী টেকনাফ থানার মাঝিরপাড়া ওয়াইকং গ্রামের বাসিন্দা।
ইয়াবাসহ নারী আটকের ঘটনায় পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস