ঢাকার মহাখালীতে বহুতল ভবন খাজা টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুনের কারণে ভবনটিতে অনেক মানুষ আটকে আছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মহাখালীর খাজা টাওয়ারে এখন আমাদের আটটি ইউনিট কাজ করছে। পথে আরো ইউনিট রয়েছে, ঘটনাস্থলে যাচ্ছে সেগুলো। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভবনে মানুষজন আটকে আছে। আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছি।
স্বাআলো/এসএ