সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু আহমেদের মায়ের মৃত্যু, দাফন সম্পন্ন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালের চিত্র পত্রিকার সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের মাতা’ দিলারা খাতুন শনিবার (১১ জানুয়ারি) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৭ বছর।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও ছয় মেয়েসহ নাতি-নাতনী, আত্মীয়-স্বজন ও অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন।

মৃতের স্বজনরা জানান, দিলারা খাতুন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। শুক্রবার বিকালে তিনি অসুস্থ্য হয়ে পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে থাকা অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

শনিবার বাদ আছর পলাশপোল (রসুলপুর) গোরস্তান জামে মসজিদে নামাজে জানাযা শেষে রসুলপুর সরকারি গোরস্থানে তাকে কবরস্ত করা হয়।

জানাযায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নেতা নুরুল হুদা, যশোর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মাদ আলী রায়হান, পলাশপোল গোরস্তান মসজিদের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম মনি, মেহোদী আলী সুজয়, সাংবাদিক হাবিবুল বাশার ফারহাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সচিব মাহবুবর রহমান, কেড়াগাছি ইউপির চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু, জেলা গনফোরামের আলীনূর খান বাবুল, আশাশুনি শ্রমিকলীগের সভাপতি ঢালী শামসুল আলম, জেলা মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অলিয়ার রহমান অলি, যুব গণফোরামের গোলাম সরোয়ার বাপ্পীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় মসজিদের মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানাযা নামাজের ইমামতি করেন, মরহুমার ভাগ্নে আশাশুনির তুয়ারডাঙ্গা জামে মসজিদের ইমাম মো. আব্দুস সবুর।।

এর আগে অধ্যক্ষ আবু আহমেদের মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে তাকে দেখতে আসেন, সাতক্ষীরার জ্যেষ্ঠ সাংবাদিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, ইত্তেফাকের মনিরুল ইসলাম মিনি, এটিন বাংলার এম কামরুজ্জামান, আবু সাইদ আবু নাসের, সাংবাদিক ও মানবাধিকারকর্মী রঘুনাথ খাঁ, সাংবাদিক গোলাম সরোয়ারসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এদিকে অধ্যক্ষ আবু আহমেদ’র মায়ের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন, সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

দুই ধাপে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

সাতক্ষীরা উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো ইরান, আহত চার শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে একটি ভয়াবহ...

যশোরে দুই নারী মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক: যশোরে সেনাবাহিনী ও পুলিশের এক যৌথ অভিযানে...