নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের দগ্ধ ৫ জনের মধ্যে আরো দুইজনের মৃত্যু হয়েছে।
মৃত দুইজনের নাম সাহারা বেগম (২৪) ও আলী আহমেদ (৬৫)। এ নিয়ে ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রথমে আলী আহমেদ এবং পরে সাহার বেগম মারা যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।
ডা. তরিকুল ইসলাম জানান, বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৪৬ শতাংশ দগ্ধ নিয়ে আলী আহমেদের স্ত্রী হাসুন বানু (৫৫) ও ১৫ শতাংশ নিয়ে ছেলে ওমর ফারুক (১৮) ভর্তি আছেন। তাদের অবস্থাও গুরুতর।
সোমবার সন্ধ্যায় ৯০ শতাংশ দগ্ধ হয়ে মারা যান তার ভাই সোনাউদ্দিন (৪৫)। বুধবার রাত ৮টায় মারা যান সাহারা বেগম। তার ৩০ শতাংশ দগ্ধ হয়েছিলো। আলী আহমেদ ৫৮ শতাংশ দগ্ধ হয়ে মারা গেছেন।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে রূপগঞ্জের আওকাবো বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে হাসুন বানু, তার স্বামী আলী আহমেদ, ছেলে ওমর ফারুক, মেয়ে সাহারা বেগম ও ভাই সোনাউদ্দিনসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।
স্বাআলো/এস