বিএনপি-জামায়াতের অবরোধে বাসে অগ্নিসংযোগকারীদের ছাড় দেয়া হবে না, তাদের আইনের আওতায় আনা হবে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ডিএমপির সদর দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মহিদ উদ্দিন বলেন, অগ্নিসংযোগকারীদের ধরতে আমাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। একটি বিষয় মনে রাখতে হবে, ধরুন তিনটি ঘটনা ঘটেছে কিন্তু তিন হাজার ঘটনা যে আমরা প্রতিরোধ করেছি সেই হিসাব কিন্তু আমাদের মধ্যে নেই। অবরোধকারীরা কতো নাশকতা করবে তারা কিন্তু বলেনি।
বাসে আগুন, পেট্রোলসহ দুই বিএনপিনেতা ধরা
তিনি বলেন, বাসে যাতে আগুন না দিতে পারে সেজন্য সব পক্ষের সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি। নাশকতা প্রতিরোধে যাদের সক্রিয় ও সচেতন করা প্রয়োজন তাদের সঙ্গে কথা বলেছি। তাদের পরামর্শ নিয়েছি এবং দিয়েছি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, নাশকতা প্রতিরোধের জন্য পরিকল্পনা সাজানো হয়েছে। চালক ও হেলপারদের করণীয় সম্পর্কে তাদের বলছি। আমরা আশা করি এতে কাজ হবে।
বিজিবি গেটের সামনে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে আটক ১
বিএনপি-জামায়াতের ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বরের অবরোধে সারাদেশে ৩১টি যানবাহনে আগুন দেয়া হয়েছে।
বিএনপির দ্বিতীয় দফার অবরোধে সারাদেশে ২২টি যানবাহনে আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্বাআলো/এস