বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

রংপুর ব্যুরো: রংপুরে নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবির জানান, গতকাল বুধবার (৩ এপ্রিল) রাত ১১ টায় রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে নাবিল পরিবহনের ঢাকা গামী একটি কোচ ও কাউনিয়া গামী ব্যাটারিচালিত অটো রিক্সার সঙ্গে এ সংঘর্ষ হয়।

এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় আহত পাঁচজনকে উদ্ধার করা হয়।

তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজন মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

নিহতরা হলেন, কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুল রহমানের নাহিদ (২১) ওজুনু মিয়া এবং অটোচালক রবিউল ইসলাম। ঈদের কেনাকাটা করতে রংপুরে এসেছিলেন তারা।

বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশকোচ নাবিল পরিবহন রংপুর-কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা নাহিদ মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় বাকি পাঁচজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মারা যান আরো দুইজন, জুনু মিয়া ও অটোচালক রবিউল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির। তিনি জানান, এ ঘটনায় বাসের চালক ও সহকারী পলাতক। তবে ঘাতক বাসটিকে জব্দ করে ঘটনাস্থল থেকে থানায় নেয়া হয়েছে। বাসচালক ও হেলপারকে আটকে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।

স্বাআলো/এসআর

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’...

বাস-সিএনজি ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫

শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন...

পুলিশ এখনো থানায় টাকা খাচ্ছে: সারজিস আলম

এখনো পুলিশের অনেক সদস্য দেদারছে ঘুষ গ্রহণ করছেন বলে...

৪৭তম বিসিএসের আবেদন শুরু আজ

সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ...