মাগুরায় বিএনপির হরতাল চলাকালে রবিবার (২৯ অক্টোবর) যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোলকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে তাকে গ্রেফতার করা হয়।
মাগুরা সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকান্দার আলী বলেন, সোমবার বিকালে শহরের মশলা গবেষণা কেন্দ্র এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়াশিকুর রহমান কল্লোলকে গ্রেফতার করা হয়। তিনি রবিবার হরতাল চলাকালে শহরের ভায়না এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার অন্যতম আসামি। আর রবিবার রাতে এই মামলায় আরো তিন আসামিকে গ্রেফতার করা হয়।
মাগুরায় যাত্রীবাহী বাসে আগুন দিলো বিএনপি
তারা হলেন, মাগুরা সদরের পারন্দুয়ালী গ্রামের আমিরুল ইসলাম (৪৯), বরুনাতৈল গ্রামের রাজু বিশ্বাস (৩৮) ও ইছাখাদা গ্রামের আক্তার বিশ্বাস (৪৫)।
এ নিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।
এর আগে ভুক্তভোগী বাস মালিক মোশারফ হোসেন মাগুরা জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোলসহ ৪৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।
স্বাআলো/এস/এসএ