Uncategorized

খুলনা থেকে দূরপাল্লার বাস বন্ধ

| October 31, 2023

বিএনপি-জামায়াতের অবরোধে খুলনা থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূর পাল্লার রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে আন্তঃজেলা রুটগুলোতে বাস চালানোর চেষ্টা করছেন মালিক-শ্রমিকরা।

খুলনা থেকে ঢাকাসহ অন্যান্য রুটের ট্রেনগুলো সময়মতো ছেড়ে গেছে। বাস টার্মিনালসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

অবরোধ শুরুর সকালেই যাত্রীবাহী বাসে আগুন

সোহাগ, ঈগল, গ্রীনলাইন, সৌদিয়াসহ বিলাসবহুল বাসগুলোর যাত্রা বাতিল করা হয়েছে। ঢাকা রুটের টুঙ্গিপাড়া, ইমাদ, ফাল্গুনী পরিবহনের এসি বাসের যাত্রা বাতিল করা হয়েছে। ভোরে পরিবহনগুলোর নন এসি কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। দিনের অন্যান্য সময়ের বাসেরও টিকিট বিক্রি করছেন তারা।

আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, বাস চালানোর জন্য মালিকদের নির্দেশনা রয়েছে। তবে যাত্রী কম থাকায় বাস কিছুটা কম চলছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply