আইন আদালত

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: ছাত্রদল নেতা রবিনের দায় স্বীকার

ঢাকা অফিস ঢাকা অফিস | July 12, 2025

রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মূল ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে কুপিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায় ছাত্রদল নেতা তারেক রহমান রবিন আদালতে দায় স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১২ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালতে স্বেচ্ছায় এই জবানবন্দি দেন তিনি। জবানবন্দি রেকর্ড করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা গেছে, আসামি তারেক রহমান রবিন রাজধানীর চকবাজার থানার ৩০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।

এর আগে, এই অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক নাসির উদ্দিন সুষ্ঠু তদন্তের স্বার্থে তারেক রহমান রবিনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রবিনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। সেই রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বেচ্ছায় জবানবন্দি দেন।

ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা: আসামি টিটন রিমান্ডে

পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। একটি হত্যা মামলা এবং অন্যটি অস্ত্র আইনের মামলা। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে এ পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে প্রধান সন্দেহভাজন মাহমুদুল হাসান মহিনকে (৪১) হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

উল্লেখ্য, বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে ৩৯ বছর বয়সী ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। নিহত সোহাগ কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মিটফোর্ড এলাকার ৪ নম্বর রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।

পাথর নিক্ষেপ করে প্রকাশ্যে সোহাগকে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এবং ফেসবুকে অনেকেই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

স্বাআলো/এস

Shadhin Alo