বাগেরহাটে পৌর শহরের পিয়াজপট্রি এলাকায় শেখ মিজানুর রহমান (৫৫) নামের একজন ফল ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যার পর এ খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ মিজানুর রহমানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মিজানুর রহমান বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের খালকুলিয়া গ্রামের বাসিন্দা।
সে বাগেরহাট শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন জনৈক আলমগীরের বাসার ভাড়াটিয়া।
বাগেরহাটে ট্রাকচাপায় প্রাণ গেলো যুবকের
বাজারে অন্য ফল বিক্রেতারা বলেন, মিজানুর দীর্ঘদিন ধরে শহরের ফলপট্রি মোড়ে ফলের ব্যবসা করতো। পাশ্ববর্তী পিয়াজপট্রিতে একটি গুদাম ঘর ভাড়া নিয়ে সেখানে ফল মজুত রাখতো। সম্প্রতি সে অনেক টাকার দেনা হয়ে পড়েছিলো। রবিবার সন্ধ্যার দিকে সে গুদামে গিয়ে আর ফিরে আসে নাই। পরে রাত ৮টার দিকে খবর আসে মিজানুর আত্মহত্যা করেছে।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম সোমবার (৬ নভেম্বর) বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দেনার দায়ে মিজানুর রহমান গুদাম ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। আমরা লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য লাশ রাতেই মর্গে প্রেরণ করি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ উদঘাটন হবে।
স্বাআলো/এস