খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়ায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের উপর অভিমান করে শরিফুল ইসলাম (৩৫) নামে দুই সন্তানের পিতা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
সোমবার (৩ জুন) উপজেলার শোভনা মৌলবী পাড়ায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শোভনা ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার মফিজুর রহমান গাজীর ছেলে ধান ব্যবসায়ী শরীফুল ইসলামের আপন ভাইয়ের সাথে ব্যবসায়ী সংক্রান্ত বিষয়ে তর্ক-বিতর্ক হয়। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলতে থাকে। এ সময় পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্বাআলো/এস