জনপ্রিয় খবর

পলিটেকনিক শিক্ষার্থীদের সারাদেশে ফের বিক্ষোভের ডাক 

ঢাকা অফিস ঢাকা অফিস | May 17, 2025

ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিলের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে কারিগরি বোর্ডের অধীন দেশের সরকারি-বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’।

শনিবার (১৭ মে) ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের নেতারা। ঘোষণা অনুযায়ী, আগামীকাল রবিবার (১৮ মে) সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা জানান, আগামীকাল ১৮ মে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতি সংক্রান্ত মামলার শুনানি হাইকোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই শুনানির আগে নিজেদের অবস্থান জানান দিতে এবং পদোন্নতির রায় সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বাতিলের দাবিতে তারা মাঠে নামছেন।

লিখিত বক্তব্যে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি হাইকোর্ট কর্তৃক ক্রাফট ইন্সট্রাক্টরদের জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি সংক্রান্ত মামলার রায় স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে শুনানির সম্ভাব্য তারিখ ১৮ মে নির্ধারণ করা হয়েছে। কারিগরি ছাত্র সমাজ পূর্বের রায়কে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে এবং এ মামলার রায় সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বাতিল দাবি করছে।

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

শিক্ষার্থীরা তাদের যুক্তিতে বলেন, ক্রাফট ইন্সট্রাক্টরদের মূল কাজ হলো ল্যাব পরিচালনায় সহায়তা করা এবং প্র্যাকটিক্যাল ক্লাসে যন্ত্রাংশ সরবরাহ করা। তাদের শিক্ষাগত যোগ্যতা সাধারণত এসএসসি বা এইচএসসি ভোকেশনাল পাস। এ ধরনের যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পাঠদানে অক্ষম এবং অযোগ্য। তাই শিক্ষক (জুনিয়র ইন্সট্রাক্টর) পদে তাদের পদোন্নতি সম্পূর্ণ অযৌক্তিক।

তবে শিক্ষার্থীরা এও জানান যে, মন্ত্রণালয় ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য তাদের নিজস্ব সিস্টেমে পদোন্নতির বিষয়ে ভিন্নভাবে চিন্তা-ভাবনা করছে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারা মনে করেন, সবারই পদোন্নতি পাওয়ার অধিকার আছে, তবে তা অবশ্যই যৌক্তিক মানদণ্ড অনুসরণ করে হতে হবে।

শিক্ষার্থীরা সুস্পষ্টভাবে বলেন, জুনিয়র ইন্সট্রাক্টর (শিক্ষক) পদে পদোন্নতির জন্য ভিন্ন কোনো মানদণ্ড বা বাছাই ছাড়া সুযোগ সৃষ্টি করা যাবে না। জুনিয়র ইন্সট্রাক্টর পদটি কেবল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাছাই হয়ে নিয়োগ পান। যারা এ পদে আসতে চান, তাদের নির্দিষ্ট যোগ্যতা অর্জন করে পিএসসির পরীক্ষায় অংশগ্রহণ করে যোগ্যতার ভিত্তিতেই আসতে হবে। এ পদে কারও পদোন্নতি নিয়ে আসার সুযোগ নেই।

শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, আগামীকাল ১৮ মে হাইকোর্ট এই মামলাটি বাতিল করে দিয়ে কারিগরি শিক্ষার স্বচ্ছতা ও মান রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।

তাদের এই বিক্ষোভ কর্মসূচি কারিগরি শিক্ষাঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo