যশোরের শার্শায় ১৮ কেজি গাঁজাসহ বাবলুর রহমান বাবু (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ১২ নভেম্বর রাত ১২টার দিকে উপজেলার ছোট মান্দারতলা গ্রামের ঈদগাহ এলাকা থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
বাবলুর রহমান বাবু উপজেলার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম।
কস্টেপ দিয়ে মোড়ানো গাঁজার ৯টি বান্ডিলে ওই গাঁজা ছিলো।
প্রবাদ আছে, গাঁজার নৌকা পাহাড় দিয়ে চলে। কিন্তু যশোরের ক্ষেত্রে প্রবাদটি উল্টিয়ে বলতে হয় গাঁজা নৌকা এখন যশোর দিয়ে চলে। শার্শায় একজনের কাছ থেকে প্রায় আধা মণ গাঁজা উদ্ধারের ঘটনাকে আমরা আর কি বলতে পারি। মাদক চোরাচালানীরা যেনো ক্রমেই বেপরোয়া হয়ে ওঠছে। সংবাদপত্রের পাতা উল্টালেই মাদকের খবর চোখে পড়ছে। কেনো তারা বেপরোয়া। কোথায় পাচ্ছে তারা এতো শক্তি। কোথা থেকে তারা দাপটের সাথে ঘুরে বেড়ানোর সাহস পাচ্ছে।
শার্শায় ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মাদক ব্যবসায়ীদের ধরে আইনের কাছে সোপর্দ করতে হবে। এটা আইনের কথা। প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা। দেশের অন্যান্য সব সীমান্ত দিয়ে যে পরিমাণ মাদকের চোরাচালান হয় তার এক তৃতীয়াংশ চোরাচালান হয় বেনাপোল সীমান্ত পথে। মাদক পাচার প্রতিরোধে বিজিবি ও পুলিশ এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করলেও তাতে কোনো সুফল আসছে না। আমরা মনে করি মাদকের বিরুদ্ধে যখন জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে তখন বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীরা ফ্রি স্টাইলে ঘুরে বেড়ালে স্বাভাবিক কারণেই জনমনে নানা ধরনের প্রশ্ন দেখা দিতে পারে। এই প্রশ্নের সৃষ্টি যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ হতে হবে। আমাদের মনে রাখতে হবে দেশটা সবার।
এ দেশের মানুষের কাছে স্বাধীনতার স্বাদ পৌছে দিতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই যাত্রাপথে গুটি কয়েক অপরাধী বাধা হয়ে দাঁড়াবে তা হতে পারে না। তাদের দমনে যাদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে তাদের অবহেলাও কোনোক্রমেই সমর্থনযোগ্য নয়।
স্বাআলো/এস