বিনোদন ডেস্ক: যে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তার কথাই ভুলতে পারছেন না অভিনেত্রী শবনম ফারিয়া।
সোমবার (১১ মার্চ) এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি।
ফারিয়া নিজের ফেসবুকে লিখেছেন, যেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, সবচেয়ে বেশি ইনজাস্টিস করেছে আমার সাথে, আমি ভাবতাম তাকে ভুলে যাওয়া সবচেয়ে সহজ!
তিনি নিজের ভুল ধারণা উপলব্ধি করতে পেরেছেন জানিয়ে বলেন, কিন্তু কি জানি এক অদ্ভুত কারণে, সেই মানুষটাকেই চেষ্টা করেও ভুলা যাচ্ছে না! দুনিয়ার সব লজিক, সব ডিবেট এই এক জায়গায় ভুল প্রমাণ হয়ে যাচ্ছে!
তার পোস্টে একজন লিখেছেন, ক্ষতটা এতো বেশি গভীরে যে চাইলেও দাগ মুছবে না। তাই ভুলতেও পারবে না। এর উত্তরও দিয়েছেন শবনম ফারিয়া। বললেন, আপু, না অতো বেশি না! অল্প সময়ের ক্ষত, ঠিক না হইলেও এইটা নিয়ে জীবন পার করে দেয়া যাবে! আরো বেশি সময় থাকলে পার করাটাও কঠিন হয়ে যেতো!
স্বাআলো/এস