খুলনা ব্যুরো: খুলনার রূপসা নদীতে রূপসা রেল সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লেগে এমভি থ্রি লাইট-১ নামে সারবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
রবিবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন খুলনা নৌপুলিশের এসপি শরিফুর রহমান।
খুলনাসহ যে ৭ অঞ্চলে ঝড় হতে পারে
তিনি বলেন, মোংলা বন্দর থেকে সারবোঝাই কার্গো জাহাজটি নওয়াপাড়া যাবার পথে এমভি থ্রি লাইট-১ খুলনা রুপসা নদীর উপর নির্মিত রেল সেতুর পিলারে ধাক্কা লাগে। এ সময় কার্গোতে পানি উঠে ডুবে যায়। কার্গোতে ১৩ নাবিকের মধ্যে ১১ জন সাতরিয়ে কূলে উঠতে সম্ভব হয়। নাবিকের মধ্যে দুইজন এখন নিখোঁজ রয়েছে। কার্গো ও নাবিকদের উদ্ধারে চেষ্টা চলছে।
স্বাআলো/এস