নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-নিপুণ-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা এবং জায়েদ খানসহ মোট ১৭ জন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে এই মামলাটি দায়ের করা হয়েছে।

তিন কারণে শাকিব আমার সম্মানের জায়গা দখল করে আছে: অপু

এনামুল হক নামে এক ব্যক্তি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন কর্মকর্তাসহ অজ্ঞাতনামা আরও তিন-চারশ’ জনকে আসামি করা হয়েছে। এই তালিকাতেই যুক্ত হয়েছে ১৭ জন অভিনয়শিল্পীর নাম।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, এই অভিনয়শিল্পীরা বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে ভূমিকা পালন করেছিলেন। বিশেষভাবে নুসরাত ফারিয়ার নাম উল্লেখ করে তাকে অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে।

কানে মোহনীয় রূপে ধরা দিলেন ভাবনা

নুসরাত ফারিয়া ছাড়াও অভিযুক্ত অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন অপু বিশ্বাস, নিপুণ আক্তার, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান ও আজিজুল হাকিম প্রমুখ।

এ বিষয়ে ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ১৭ জন অভিনয়শিল্পীর বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি তদন্তের জন্য আমাদের কাছে এসেছে। আমরা সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছি।

এই মামলা দায়েরের ঘটনায় চলচ্চিত্র পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্বাআলো/এস

 

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না

বৈশাখ মাস শুরু হতেই বাংলাদেশে বেড়েছে বৃষ্টি ও বজ্রপাতের...

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

ঢাকা অফিস: ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না...

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

লিটন ঘোষ জয়, মাগুরা: দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মাগুরার শিশু...