বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় কাজলাহার গ্রামে এবিসি ইটভাটা জবরদখল চেষ্টার অভিযোগে এক উপজেলা আওয়ামীলীগ নেতাসহ ১২জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১২ জুন) ওই ইটভাটার মালিক ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেনের মামাতো বোন শাহনাজ বেগম বাদী হয়ে বানারীপাড়া থানায় ইটভাটায় হামলা,ভাংচুর,লুটপাট,হুমকি ও হত্যা প্রচেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রীর আত্মহত্যা
মামলার আসামীরা হলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্তার হোসেন মোল্লা, সাবিনা ইয়াসমিন, সোহাগ সরদার, ফয়সাল ঘরামী, রুবেল সরদার, জামাল মোল্লা, হাছেন বেপারী, মাহিনুর নেছা ডায়না, সামিয়া আক্তার মীম,খালিদ মাহমুদ সোহাগ, সাইফুল হাওলাদার ও সাব্বির গোলন্দাজ।
মামলা সুত্রে জানা গেছে, শুক্রবার (৭ জুন) দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আসামীরা উপজেলার সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেনের মালিকানাধিন এবিসি ব্রিক্স নামের ইটভাটা জবর দখলের চেষ্টা চালায়।
এ সময় ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেন,তার ভাই আলাউদ্দিন গোলন্দাজ এবং ইটভাটায় কর্মরতরা বাধা প্রদান করলে তাদেরকে মারধর করা হয়। এসময় আসামীরা ভাটা ভাংচুরসহ নগদ ১২ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও লোহারগেট নিয়ে যায় ।
খুলনা-বরিশালে ৬ লেনের মহাসড়ক নির্মাণের পরিকল্পনা
গুরুতর আহত আলাউদ্দিন গোলন্দাজ ও সেলিম বেপারীকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এইদিকে একই দিন আসামীরা উপজেলার সলিয়াবাকপুর গ্রামে ক্যাপ্টেন এম. মোয়াজ্জেম হোসেনের বসতবাড়িতে দ্বিতীয় দফা হামলা চালিয়ে ভাংচুর করার পাশাপাশি তাকে সপরিবারে খুন-জখমের হুমকি দেয়।
স্বাআলো/এস