আজাদুল হক,বাগেরহাট: অব্যাহত অনিয়ম দুর্নীতিতে আলোচিত পূর্ব-সুন্দরবন বিভাগের একজন এসিএফসহ পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে অবশেষে মামলা করেছেন একজন ক্ষতিগ্রস্থ জেলে।
ক্ষমতার অপব্যবহার, জেলেদের নিকট থেকে অবৈধভাবে টাকা আদায় ও জেলেদের উপর হামলার অভিযোগ এনে শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের নিয়ামুল হোসেনের ছেলে জেলে আকরামুল হোসেন ওরফে জসিম বাদী হয়ে এ মামলাটি করেন।
গত ২৫ মার্চ বাগেরহাট চীফ জুডিসিয়াল আদালতে দায়ের করা এ মামলায় আসামিরা হলেন, পূর্ব-সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাহবুব হাসান, ফরেস্টার মতিউর রহমান, বগী স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ফরেস্ট গার্ড শিকদার জিয়া উদ্দিন ও শরণখোলা রেঞ্জের স্পিড বোট চালক সিরাজুল ইসলাম।
আদালত মামলাটি আমলে নিয়ে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার বাদী আকরামুল হোসেন ওরফে জসিম এ প্রতিবেদককে বলেন, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান সুন্দরবনে প্রবেশকারী জেলেদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করে। পাশাপাশি বড় অংকের টাকার বিনিময়ে অভয়াশ্রমে মাছ ধরার অনুমতি দেয়। যার ফলে সাধারণ জেলেরা ক্ষতিগ্রস্থ হয়। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করি।
এরই মধ্যে গত ২১ মার্চ সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম শরণখোলা রেঞ্জের আলী বান্দা এলাকা পরিদর্শনে যায়। বিষয়টি জানতে পেরে এইসব অনিয়মের বিষয়ে অভিযোগ দেয়ার জন্য এলাকার অনেক জেলে খুড়িয়াখালী (শরণখোলা) বাজারে উপস্থিত হয়।
এসিএফ মাহবুব হাসান নিজের অনিয়ম দূর্নীতির বিষয়টি ডিএফওকে না জানাতে অনুরোধ করেন। এবিষয় নিয়ে আমাদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে এসফিএফ উত্তোজিত হয়ে আমাদের গালিগালাজ করতে থাকে এবং তার কাছে থাকা রাইফেলের বাট দিয়ে আমার কপালে আঘাত করে। স্পিড বোট চালক সিরাজুল ইসলাম, ফরেস্টার মতিউর রহমান, বগী স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলমস, ফরেস্ট গার্ড শিকদার জিয়া উদ্দিনও জেলেদের উপর এলোপাতাড়ি হামলা করে। এতে আমিসহ কয়েকজন আহত হই।
তিনি আরো বলেন, আমরা এই ঘটনায় মামলা দায়ের করেছি। এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অজিয়র রহমান পিকলু বলেন, আদালত বাদীর আর্জি আমলে নিয়ে শরণখোলা থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আশাকরি আমরা ন্যায় বিচার পাবো।
মামলার বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম সংবাদ কর্মীদের বলেন, বন কর্মকর্তাদের উপর হামলার ঘটনায় ২২ মার্চ শরণখোলা রেঞ্জের ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার জাহাঙ্গীর আলম বাদী হয়ে আসাদ হাওলাদার, সাইফুল ইসলাম রুবেল খলিফাসহ আটজনকে আসামি করেছিলেন। ওই দিনই মামলার এজাহারভুক্ত আসামি আকরামুল হোসেন ওরফে জসিমকে গ্রেফতার করে বিকেলে আদালতে সোপর্দ করে পুলিশ।
ওই মামলায় জামিনে বের হয়ে নিজেদের অপরাধ ঢাকতে এসিএফসহ ৫ জনের বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করেন।
স্বাআলো/এসআর