নিজস্ব প্রতিবেদক: যশোরে মালয়েশিয়া পাঠানোর নামে পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাফেজা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া খেজুর বাগান এলাকার রিয়াজ আহম্মদ সজল সোমবার (১ এপ্রিল) কোতোয়ালী মডেল থানায় ওই মামলাটি করেছেন।
আসামি রাফেজা খাতুন সদর উপজেলার সিরাজসিঙ্গা গ্রামের বাসিন্দা।
বাদী মামলায় জানিয়েছেন, রাফেজার সাথে বাদীর পূর্ব পরিচিত ছিলো। সে কারণে বাদীর বেকার সুযোগ বুঝে তাকে মালয়েশিয়া পাঠিয়ে দিতে পারবে এবং বেশি বেতনে চাকরি দিতে পারবে। এই কথা রাজি হয়ে ২০২৩ সালের ২১ মে বিকেল ৪টার দিকে শহরের সিভিল কোর্ট মোড়ে এক নম্বর আইনজীবী সমিতি ভবনে ১০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরির মাধ্যমে পাঁচ লাখ টাকা গ্রহণ করেন রাফেজা।
চুক্তিপত্রে উল্লেখ থাকে ওই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সজলকে মালয়েশিয়া পাঠিয়ে ভালো বেতনে চাকরি দিবে। কিন্তু মালয়েশিয়া পাঠাতে না পেরে ২০২৪ সালের ৩১ জানুয়ারি টাকা ফেরত দিবেন বলে মৌখিকভাবে অঙ্গীকার করেন রাফেজা। ১ মার্চ আইনজীবী সমিতি ভবনে রাফেজাকে ডেকে এনে টাকা ফেরত চান সজল। কিন্তু ওই সময় রাফেজা টাকা গ্রহণ করেননি এবং ফেরৎ প্রদান করবেন না বলে জানান। ফলে তার বিরুদ্ধে থানায় মামলা করা হলেও আসামি আটক হয়নি।
তবে মামলার তদন্ত কর্মকর্তা রনজিৎ সেন জানিয়েছেন, আসামি আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
স্বাআলো/এস