নিজস্ব প্রতিবেদক: যশোরে আলী হোসেন হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে নবাব হোসেনের শ্বশুর বাড়ির পাশ থেকে গত ৮ জুন রাতে উদ্ধার করা একটি কাটা রাইফেল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধারের ঘটনায় কোতোয়ালী থানায় মামলা হয়েছে।
তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হুদা বাদী হয়ে সোমবার (২৪ জুন) নবাব হোসেনকে আসামি দিয়ে এই মামলাটি করেন।
যশোরে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা, আসামি নবাব আটক
আসামি নবাব কিসমত নওয়াপাড়া গ্রামের মফজেল হোসেনের ছেলে।
বাদী এজাহারে উল্লেখ করেছেন, গত ৬ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাহাদুরপুর তেতুলতলা মোড়ের যুবলীগ কর্মী আলী হোসেন গুলিতে নিহত হন। ওই ঘটনার পর হত্যাকারী নবাব হোসেনকে আটকের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। এক পর্যায়ে গত ৮ জুন রাত ৯টার দিকে নবাবের শ্বশুর বাড়ির পাশ থেকে একটি রাইফেল ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরবর্তীতে নবাব আটক হওয়ার পর জানা যায় ওই অস্ত্র-গুলি নবাবের। হত্যাকাণ্ডে ওই অস্ত্র-গুলি ব্যবহার করা হয়েছিলো। ফলে ওই অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় কোতোয়ালী থানায় সোমবার একটি মামলা হয়েছে।
স্বাআলো/এস