বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে দুইজন পেশাদার মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, মোল্লাহাট উপজেলার জিরেনতলা গ্রামের রেজাউল ফকির (৩৩) ও পার্শ্ববর্তী খুলনা তেরখাদা উপজেলার কুমিরডাঙ্গা গ্রামের ইমদাদুল ফকির (২৩)।
শুক্রবার (১ ডিসেম্বর) এ তথ্য জানান মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ।
তিনি জানান, থানা পুলিশের নিয়মিত টহলদানকালে উপজেলার জিরেনতলা এলাকার জনৈক মিলু শেখের মুদি দোকানের সামনে ভ্রাম্যমাণভাবে গাজা বিক্রিকালে এসআই বুলবুল আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে রেজাউল ফকিরকে গ্রেফতার করেন। অপরদিকে উপজেলার গাংনী পুলিশ ক্যাম্পের এসআই জিএম মনিরুজ্জামান গোপন খবরে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নগরকান্দি খেয়াঘাট এলাকা থেকে ইমদাদুল ফকিরকে গাজাসহ গ্রেফতার করতে সক্ষম হয়। দুই মাদক বিক্রেতার নিকট থেকে মোট ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর মাদকসহ আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
স্বাআলো/এসএ