চুয়াডাঙ্গার দামুড়হুদায় সোহাগ (২৩) নামে এক যুবকের পাকস্থলীর ভেতর থেকে ছয় পিস সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (১১ অক্টোবর) উপজেলার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট থেকে সোহাগকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তির এই তথ্য জানান।
সোহাগ শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মেহের আলী মাতবরকান্দি গ্রামের বাসিন্দা।
লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান আরো জানান, তারই নির্দেশনায় সীমান্তের প্রধান খুঁটি ৭৬ থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত আইসিপি (ইন্টারন্যাশনাল চেকপোস্ট)। সেখানে এদিন বেলা আড়াইটার দিকে বিজিবি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিলসহ একদল বিজিবি সদস্য ভারতগামী যাত্রী সোহাগের ব্যাগ তল্লাশি করে। এসময় সোহাগের অসংলগ্ন কথার কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে স্বীকার করে তার পাকস্থলীতে সোনার বার লুকানো আছে। তারপর তাকে দর্শনার একটি ক্লিনিকে এক্স-রে করানো হলে তার পাকস্থলীর ওই সোনার অস্তিত্ব মেলে। তার কাছে থাকা ৭০০ গ্রাম ওজনের ছয়টি সোনার বারের সঙ্গে একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স, ৮২৪ ভারতীয় রুপী ও বাংলাদেশি চার হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
নায়েব সুবেদার আব্দুল জলিল বাদী হয়ে আটক সোহাগের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেছেন এবং জব্দ করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে বলে জানান তিনি।
স্বাআলো/এস