আজাদুল হক,বাগেরহাট: জেলার সরকারী ও বেসরকারীভাবে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উযযাপিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা হয়।
এরপরে বাগেরহাট শহর তলীর দশানী এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
বাগেরহাট স্টেডিয়ামে জেলা শহর কেন্দ্রিক বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে অভিবাদন ও কুচকাওয়াজে অংশ নেন। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয় জেলা প্রশাসন। অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দু বিশ্বাসসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সরকারী হাসপাতাল, জেলা কারাগার ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মাদ খালিদ হোসেন।
স্বাআলো/এস