জেলা প্রতিনিধি পটুয়াখালী: সাবেক ছাত্রনেতা, জেলা যুবলীগের সাবেক নেতা, শহীদ মাহমুদুর রহমান পলাশ মৃধা এর ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১১ জুলাই বৃহষ্পতিবার সকাল ১০ টায় টাউন জৈনকাঠী জৈনপুরী হুজুরের খানকা সংলগ্ন কবরস্থানে পুষ্পস্তবক অর্পন শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ২ নং বাঁধঘাটস্থ বায়তুল করিম জামে মসজিদের ইমাম হাফেজ মাহাবুবুর রহমান।
পুষ্পস্তাবক অর্পণ করেন শহীদ মাহামুদুর রহমানের পিতা জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাড. সুলতান আহমেদ মৃধা, মাতা সাবেক সংসদ সদস্য মিসেস লুৎফুননেছা, মামা সাবেক মেয়র জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ মো. শফিকুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা- কর্মী।
চৌগাছার সাবেক উপজেলা চেয়ারম্যান আতিউর রহমানের মৃত্যুবার্ষিকী
প্রকাশ, ২০০৫ সালে জেলা যুবলীগের সম্মেলনকে কেন্দ্রকরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে ১১ জুলাই মাহামুদুর রহমান পলাশ মৃত্যুবরন করেন।
স্বাআলো/এস/বি